November 21, 2019, 11:36 am

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ মনোবিজ্ঞান খুলনা সমিতির আয়োজনে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন বাংলাদেশ মনোবিজ্ঞান খুলনা সমিতির আহবায়ক কালিপদ মজুমদার।

শারীরীক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া আবশ্যক- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বক্তারা

।। রূপসা ডেস্ক ।।

শারীরীক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া আবশ্যক বলে জানান বাংলাদেশ মনোবিজ্ঞান খুলনা সমিতির বক্তারা।

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ মনোবিজ্ঞান খুলনা সমিতির আয়োজনে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচীতে এ কথা বলেন বক্তারা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে ড.সৈয়দ আজিজুল ইসলামের সঞ্চালনায় সরকারী কমার্স কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মনোবিজ্ঞান খুলনা সমিতির আহবায়ক কালিপদ মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা কলেজের সহযোগী অধ্যাপক অচিন্ত কুমার শীল,সরকারী কমার্স কলেজের সহযোগী অধ্যাপক কবীর আহমেদ, বি এল কলেজের সহযোগী অধ্যাপক মঞ্জুর আলম তরফদার,অধ্যাপক মাহমুদা পারভীন প্রমূখ।

রূপসা’র আরো সংবাদ