September 23, 2019, 6:27 am

রোম্যান্সের জন্য ক্যাটরিনাকেই পছন্দ সলমনের !

ক্যাটরিনা কাইফের সঙ্গে কি সলমন খান প্রেম করছেন? এ হেন গসিপ সিনে পাড়ায় নতুন নয়। এই জুটির প্রেম নিয়ে বহু জল্পনা রয়েছে।

অনস্ক্রিনেও হিট এই জুটি। সঞ্জয় লীলা ভন্সালীর নতুন একটি ছবির কথা চলছে। সেখানে সলমন আর দীপিকা পাড়ুকোনকে কাস্ট করতে চান পরিচালক।

সে ক্ষেত্রে নতুন এক জুটিকেও দেখবে ইন্ডাস্ট্রি। কিন্তু সূত্রের খবর, অনস্ক্রিন রোম্যান্সের জন্য দীপিকা নন, বরং ক্যাটরিনাকেই বেশি পছন্দ সল্লু মিঞার। এমনকি ক্যাটরিনাকে তাঁর ছবিতে নেওয়ার জন্য নাকি সঞ্জয়কে চাপও দিয়েছেন সলমন !

১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সঞ্জয়ের ‘হম দিল দে চুকে সনম’। সে ছবিতে শেষবার সলমনের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ২০ বছর পর ফের ভাইজানের সঙ্গে কাজের পরিকল্পনা করেছেন সঞ্জয়। কিন্তু সেখানেও ক্যাটরিনাকে কাস্ট করার জন্য নাকি চাপ দিচ্ছেন অভিনেতা! এ দিকে সঞ্জয় নায়িকার চরিত্রে দীপিকাকে ভেবেছেন।

বলি সূত্রের খবর, আপাতত নিজস্ব প্রোডাকশনের ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সলমন। তার পর নাকি সঞ্জয়ের ছবির কাজ শুরু করবেন তিনি। কিন্তু সে ছবিতে ক্যাটরিনা নাকি দীপিকা, কে সুযোগ পাবেন, সেটাই এখন দেখার।

রূপসা’র আরো সংবাদ