November 21, 2019, 12:40 pm

মাওঃ সাখাওয়াত হোসাইন

মাওলানা সাখাওয়াত হোসাইনের উন্নত চিকিৎসার জন্য ভারত গমন

খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওঃ সাখাওয়াত হোসাইন উন্নত চিকিৎসার জন্য ভারত গমন করেছেন।
উন্নত চিকিৎসার জন্য খেলাফত মজলিসের নায়েবে আমীর,খুলনার ঐতিহ্যবাহী ইসলামপুর জামে মসজিদের সম্মানিত খতিব, আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসাইন ভারতের উদ্দেশ্যে গত ৯আগষ্ট বৃহস্পতিবার  দুপুর ১. ৩০ টায় খুলনা থেকে কলকাতা গামী ট্রেন যোগে রওনা হন।
তার সঙ্গে  রয়েছেন,  ছেলে এস.এম.ফয়জুল্লাহ সিদ্দিকী।  মাওঃসাখাওয়াত হোসাইন বেশ কিছু দিন যাবত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কথায় জড়তা সহ বিভিন্ন রোগে অসুস্থ রয়েছেন।
তিনি রূপসা,তেরখাদা,দিঘলিয়া সহ সর্বস্তরের জনগনসহ দেশবাসী এবং  বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের কাছেও দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

রূপসা’র আরো সংবাদ