February 17, 2020, 10:05 am

চুড়িহাট্টায় শাহী মসজিদের সামনে বিদ্যুতের তারে ফের আগুন

চকবাজারের চুড়িহাট্টায় শাহী মসজিদের সামনে বিদ্যুতের তারে ফের আগুন;আতঙ্কিত এলাকাবাসী

ঢাকা :

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হওয়ার পর থেকে আগুনের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীর। আজ চকবাজারের  চুড়িহাট্টায় শাহী মসজিদের সামনে বিদ্যুতের তারে ফের আগুন লাগে। এতে সৃষ্ট ধোঁয়ায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে এলাকাবাসী।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টার নিকটবর্তী চকবাজার শাহী মসজিদের সামনে দুই বহুতল ভবনের মাঝখানে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।

বিদ্যুতের তারের সেই আগুনের খবর গিয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের কাছে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. এরশাদ হোসাইন জানান, আগুন ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপসা’র আরো সংবাদ