November 21, 2019, 12:02 pm

হেমলক

যে ফুলে প্রাণনাশ হতে পারে

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল সবাইকেই বিমোহিত করে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে মনকাড়া এ ফুলই আবার হয়ে থাকে প্রাণনাশের কারণ। পৃথিবীতে এমন কিছু ফুলের সন্ধান পাওয়া গেছে, যার ঘ্রাণ নেওয়া, স্পর্শ করা বা খাওয়ার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। এসব বিষাক্ত ফুল প্রাণিকূলের জন্য হুমকিস্বরূপ।

হেমলক
hemlok
বসন্তকালে হেমলক গাছ বাড়ে। ফলে তখনই হেমলক ফুল ফোটে। হেমলক ফুল দেখতে ছোট ও সাদা বর্ণের। ফুলগুলো অনেকটা জালের মত ছড়িয়ে থাকে। এই গাছের পাতা-ফুল-আঠা খুবই বিষাক্ত। এটি খালি হাতে স্পর্শ করা যায় না। প্রাণির শরীরে হেমলক বিষ ঢোকার ২০ মিনিটের মধ্যে বিষক্রিয়া দেখা দেয়। এর ৩ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে।

নেরিয়াম
Nerium
নেরিয়াম গুল্মজাতীয় মাঝারি আকারের ঘন সবুজ গাছ। এর পাতার ফাঁকে ফাঁকে থাকে লাল বা গোলাপি রঙের ফুল। ফুল সাধারণত লাল, বেগুনি, সাদা, হলুদ ও কৃষ্ণ বর্ণের হয়। এই ফুলের কারণে মানুষ ও পশু-পাখি হৃদরোগে আক্রান্ত হয়।

রূপসা’র আরো সংবাদ