November 21, 2019, 12:39 pm

চোখ ধাঁধানো ফুল তৈমুরের বাগানে…

রূপসা ডেস্ক ।। বছর দুয়েক আগে অচেনা নম্বর থেকে একটি ফোন এল। ওপাশের ভদ্রলোক তাঁর নাম বললেন তৈমুর ইসলাম। জানালেন তিনি দুর্লভ গাছ সংগ্রহ করে নিজের বাগানে সংরক্ষণ করেন। কখনো কখনো সেসবের চারা বিতরণও করেন। কথা বলে বোঝা গেল তৈমুর ইসলাম অন্য সংগ্রাহকদের থেকে একটু ব্যতিক্রম। তিনি প্রায় সব গাছের নামই জানেন। নিয়মিত পত্রিকা পড়ে বৃক্ষবিষয়ক লেখাগুলো নিজের সংগ্রহে রাখেন। থাকেন খুলনায়। সেখানেই করেছেন তাঁর শখের বাগান। সেই বাগান দেখার আমন্ত্রণও জানালেন। আলাপচারিতার কয়েক দিন পর মেসেঞ্জারে বেশ কিছু ছবি পাঠালেন। মানতেই হলো তাঁর সংগ্রহের অনেক গাছই দেশে সচরাচর দেখা যায় না।

ধীরে ধীরে এ বৃক্ষপ্রেমীর সঙ্গে সখ্য গড়ে উঠল। তিনি বৃক্ষবিষয়ক সংগঠন তরুপল্লবের গাছ চেনানোর অনুষ্ঠানে যোগ দিতে খুলনা থেকে ঢাকায় এলেন কয়েকবার। তাঁর দেওয়া মাধবীলতার চারা ২০১৭ সালের মে মাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে লাগিয়েছি। সেদিন অধ্যাপক দ্বিজেন শর্মাও উপস্থিত ছিলেন। তরুপল্লবের সঙ্গে এটাই ছিল তাঁর গাছ লাগানোর শেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি ছিল তাঁর জন্মদিন ঘিরে।

রূপসা’র আরো সংবাদ