February 17, 2020, 11:02 am

৯ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল।

৯ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিকদের বিক্ষোভ

রূপসা ডেস্ক :

৯ দফা বাস্তবায়নের দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিকরা।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা, যশোরসহ সারাদেশের পাটকলে এ আন্দোলন চলবে। শনিবার (২ মার্চ) খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং ও জেজেআই শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ শ্রমিক নেতারা গেট সভার মধ্য দিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, আজ বিক্ষোভ মিছিল, ৮ মার্চ সারাদেশের শ্রমিক সমাবেশ, ১০ মার্চ লাল পতাকা মিছিল, ১২ মার্চ ২৪ ঘণ্টা ধর্মঘট পালন, ১৯ মার্চ আবারও ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক ও সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা।

রূপসা’র আরো সংবাদ