November 18, 2019, 7:58 am

জাতিসংঘ শিশু পার্ক কে সম্পূর্ণরূপে ধুমপানমূক্ত ঘোষনা

।। খবর বিজ্ঞপ্তির ।।

খুলনা মহানগরীর অতি গুরুত্বপূর্ণ পাবলিক পার্ক জাতিসংঘ শিশু পার্ক কে সম্পূর্ণরূপে ধুমপানমূক্ত ঘোষনা করার লক্ষ্যে পার্ক উন্নয়ন কমিটির হাতে নো স্মোকিং সাইন ও তামাক নিয়ন্ত্রণ আইনের বই তুলে দেন তামাক বিরোধী জেলা টাস্কফোর্স কমিটি খুলনা ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিরোধী সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড খুলনার উপ-পরিচালক জনাব বিল্লাল হোসেন খান জেলা প্রশাসক খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি জনাব অঙ্গজাই মার্মা।

পার্ক উন্নয়ন কমিটি সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব হাসান আহমেদ মোল্লা, সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, আয়কর উপদেষ্টা এস এম জি নেওয়াজ, শিল্পী ও গবেষক বাসুদেব বিশ্বাস বাবলা, বাউল কবি সঞ্জয় কুমার মল্লিক, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, খুলনা সদর থানার এসআই শাহনেওয়াজ ও সঙ্গীয় ফোর্স এবং সাংবাদিক সহ প্রমূখ।

রূপসা’র আরো সংবাদ